Arpita Mukherjee: অর্পিতা কান্নায় ভেঙে পড়লেন ভার্চুয়াল শুনানির আগে, জেলে ভালো লাগছে না

Published By: Khabar India Online | Published On:

অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) নায়িকা হতে এসেছিলেন টলিউডে।

স্কুল শিক্ষক নিয়োগ দূর্নীতি সংক্রান্ত বিপুল অর্থ, ফরেক্স ও সোনা উদ্ধার হয়েছে অর্পিতার ডায়মন্ড সিটির বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও রথতলার ফ্ল্যাট থেকে।

ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ কালো টাকা উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতাকে। অর্পিতা নাকি একসময় ছিলেন পার্থর মেয়ের মতো। পার্থর সহধর্মিণী বাবলি দেবী(Babli Devi)র মৃত্যুর পর বর্তমানে তিনিই হয়ে উঠেছিলেন পার্থর বান্ধবী।

আরও পড়ুন -  জনগণ সব বাধা উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে ভোট দিয়েছেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ব্ল্যাক কফি, ফলের রস জুটেছিল ইডির হেফাজতে। বর্তমানে অর্পিতার ঠাঁই হয়েছে আলিপুর মহিলা সংশোধনাগারের। রোজই সেখানে কান্নাকাটি করছেন অর্পিতা। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই মহিলা কারারক্ষীকে অর্পিতা বলেছেন, তাঁর ভালো লাগছে না জেলে থাকতে। তিনি বাইরে বেরোতে চান।

আরও পড়ুন -  Arpita Mukherjee: ষড়যন্ত্রী নাকি হানিট্র্যাপ, সুন্দরী অর্পিতা

অর্পিতার আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেননি। অর্পিতা বলেছেন, তাঁর ভালো লাগছে না জেলের পরিবেশ। সকালে মাখন লাগানো পাঁউরুটি দেওয়া হলে তা নিয়ে আপত্তি নেই তাঁর। কিন্তু দুপুরের লাঞ্চে ভাত, ডাল, পটলের তরকারি ও মাছের ঝোল খেতে রাজি নন অর্পিতা।

মহিলা বন্দিরা আগে অর্পিতাকে সহযোগিতা করছিলেন। তাঁর জামা-কাপড় কেচে দিচ্ছিলেন, খাবার এনে দিচ্ছিলেন। কিন্তু অর্পিতা তাঁদের সাথে কথা বলতে রাজি নন। পার্থর কারণে তাঁর এই অবস্থার জন্য রীতিমত কান্নাকাটি করছেন তিনি। মন খারাপ করছে বাড়ির জন্য। অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায় (Minati Mukherjee) মেয়ের সাথে দেখা করতে রাজি নন। শনিবার থেকে মানসিক ভাবে ভেঙে পড়েছেন অর্পিতা।

আরও পড়ুন -  Taliban: আফগানিস্তানে নেই মাসুদ আজহারঃ তালেবান