India-Pakistan: ক্রিকেট ভক্তরা মহারণের অপেক্ষায়

Published By: Khabar India Online | Published On:

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলো আফগানিস্তান। এই ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আফগানরা।

আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেট টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয় ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। আজকের ম্যাচের আগের পর্যন্ত ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ৯টি। মাত্র ২বার জয়ের দেখা পেয়েছে পাকিস্তান, বাকি ৭টি ম্যাচে জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন -  T20 World Cup 2024: বিরক্তি প্রকাশ করলেন অধিনয়ক, নিউইয়র্কে অনুশীলনে অভাব

 পাকিস্তানের কাছে এমন অর্জন আছে যা ভারতের ৭টি ম্যাচের জয়কে মলিন করে দিতে পারে এক নিমিষে। গত বছর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর স্বাদ পায় পাকিস্তান। তাও আবার যেমন-তেমন জয় নয়, ১০ উইকেটের বিশাল জয়।

আরও পড়ুন -  Sapna Dance: স্বপ্না চৌধুরীর মঞ্চ মাতানো নৃত্য, ‘খারবুজে সি জওয়ানি’ গানে দর্শকদের উন্মাদনা

ভারতের করা সাত উইকেটে ১৫১ রানের লক্ষ্যকে কোনো উইকেট না হারিয়ে ১৩ বল বাকি থাকতে টপকে যান মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

আজকের ম্যাচটি পাকিস্তানের কাছে জয়ের দাপট বজায় রাখার হলেও ভারতের জন্য প্রতিশোধ নেয়ার। এখন দেখার পালা কার মুখে হাসে বিজয়ের হাসি।

ভারতের সম্ভাব্য স্কোয়াডঃ

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল, রিশাব পান্ত, সূর্য কুমার যাদব, দীনেশ কার্তিক, দীপক হুদা, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার ও আভেস খান।

আরও পড়ুন -  IND Vs PAK: ‘ভারতীয় দলে সেই রকম ভয় পাওয়ার মতন বোলার নেই’, বিশ্বকাপের আগে খোঁচা দিলেন পাক্ ক্রিকেটার

পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াডঃ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হায়দার আলী, আসিফ আলি, মোহাম্মদ হারেস, হারিস রউফ, মোহাম্মদ রেজওয়ান, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, মুহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ।