VVS Laxman: ভিভিএস লক্ষ্মণ এশিয়া কাপে ভারতের কোচ

Published By: Khabar India Online | Published On:

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। এই আসরে ভারতীয় কোচ হিসেবে দায়িত্ব পালন কবেন ভিভিএস লক্ষ্মণ। তিনি দলের সঙ্গে ভারপ্রাপ্ত কোচ হিসেবে যোগ দিয়েছেন।

আরও পড়ুন -  Badru Banerjee: চলে গেলেন ফুটবল তারকা বদ্রু ব্যানার্জি

বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

 ভারতীয় দল সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগ মুহূর্তে করোনায় আক্রান্ত হন কোচ রাহুল দ্রাবিড়। তাই দ্রাবিড়ের পরিবর্তে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান লক্ষ্মণকে সাময়িকভাবে প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন -  ভারতে বিগত ৫ দিনে দৈনিক করোনার সংক্রমণ ৫০ হাজারের নীচে রয়েছে

 জিম্বাবুয়ের সফরে সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি বিসিসিআই বিশ্রাম দিয়েছিল দ্রাবিড়কেও। তার পরিবর্তে কোচের ভূমিকায় ছিলেন লক্ষ্মণ। তার অধীনেই জাতীয় দলের অধীনেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিলো ভারত।