মেয়েরা যে বাবার ঘরের লক্ষ্মী হয় সেটা অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলকে দেখলেই বোঝা যায়।
রাজ্যের মেয়েরা রীতিমত হিংসা করতে শুরু করেছে সুকন্যাকে দেখে।বাবা গরু চোরের জন্য অভিযুক্ত হলেও মেয়ের ভবিষ্যত পাকা। একদিকে সরকারি চাকুরি, অন্যহাতে একরের পর একর জমি।
আরও পড়ুন - প্রায় ৫৭০ ভরি গয়না কালীপুজোর সময় মা কালী কে সাজিয়ে থাকেন অনুব্রত মণ্ডল, তদন্তে সিবিআই
চলতি মাসের ১১ তারিখে তাঁকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। সি বি আই দশ বার নোটিশ পাঠায়, অগ্রাহ্য করেন অনুব্রত। শেষে ঘাড় ধরে তুলে আনেন বীরভূমের বাহুবলীকে। বর্তমানে, অনুব্রত আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ পেয়েছেন।
অনুব্রত জেল হেফাজতে থেকে যেমন চর্চায় আছেন, তেমনই তার সুকন্যা আবারও চর্চায় এসেছেন। কিছুদিন আগে টেট ফেল, সরকারি চাকরি নিয়ে আলোচনা শুরু হয়।