জীবন পাল্টে যায় বাড়ি পাল্টালে, নতুন ধারাবাহিক উত্তর দেবে

Published By: Khabar India Online | Published On:

বাড়ি পাল্টে গেলে কি জীবন পাল্টে যায়? উত্তর পাবেন। অপেক্ষা করুন।

 অভিনয়ে রয়েছেন রাহুল মজুমদার ও নায়িকার ভূমিকায় নবাগতা শুভস্মিতা। ভাবছেন কোন ধারাবাহিক।   কয়েকদিন আগে পর্যন্ত শোনা যায় ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের সিক্যুয়েল আসবে, দ্বিতীয় পার্ট আসবে। কিন্তু, এই গল্প দেখে মনে হচ্ছে দ্বিতীয় পার্ট শুরু হয়ে গিয়েছে, যদিও এটি ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের দ্বিতীয় পার্ট নয়। ঠিক ধরেছেন।

আরও পড়ুন -  Solanki Roy: ব্লাউজ ছাড়াই ‘গাঁটছড়া’-র খড়ি, প্রশংসা না সমালোচনা শুনলেন

 স্টার জলসার পর্দায় শুরু হয়েছে একাধিক বাংলা ধারাবাহিক। ‘গাঁটছড়া’ দিয়ে। এরপর আসে ‘অনুরাগের ছোঁয়া’, ‘গুড্ডি’, ‘গোধূলি আলাপ’, ‘সাহেবের চিঠি’, ‘এক্কা দোক্কা’, ‘মাধবীলতা’। এবারে ‘হরগৌরী পাইস হোটেল’ ( Horo Gouri Pice Hotel)।

আরও পড়ুন -  হু-র কার্যকরী পর্ষদের ১৪৭তম অধিবেশনে পৌরহিত্য করেছেন ডাঃ হর্ষ বর্ধন

ইতিমধ্যে, নতুন এই ধারাবাহিকের প্রোমো রিলিজ করেছে। আগের গল্পে নায়কের মিষ্টির দোকান ছিল আর এখানে নায়কের পাইস হোটেল রয়েছে। গল্পে, দেখানো হচ্ছে শুভস্মিতাকে বিয়ে করে রাহুল ঘরে আনবেন। নায়িকা খুবই প্রাণোচ্ছল। তার ধারণা বিয়ের পর কিছুই পাল্টায় না। বিয়ের আগের ও পরের জীবন একই থাকে।

আরও পড়ুন -  মহালয়া