Kolkata: নতুন চমক, গঙ্গার নীচে আবার তৈরি হবে চওড়া সুড়ঙ্গ

Published By: Khabar India Online | Published On:

 গঙ্গার সৌন্দর্যে তিলোত্তমা যেন দ্বিগুণ সৌন্দর্যে সেজে ওঠে। সুন্দর শহর, যেখানে রয়েছে – ট্রেন, ট্রাম, মেট্রো থেকে অপার গঙ্গার বিলাসিতা।

 এই শহর আরো এক ধাপ উন্নতির দিকে এগোচ্ছে। গঙ্গার তল দিয়েই চলবে পণ্যবাহী গাড়ি। কলকাতা ও হাওড়ার যানজট এড়াতে এই নবতম সংযোজন তিলোত্তমার বুক জুড়ে।

আরও পড়ুন -  আগমনী

অনেকেই জানেন যে ২০২৩ সালের শুরুতেই কলকাতা থেকে গঙ্গা বা হুগলি নদীর তলা দিয়ে মেট্রো রেলে চেপে পৌঁছানো যাবে হাওড়া। ওই গঙ্গা বা হুগলি নদীর তলা দিয়েই যাবে পণ্যবাহী গাড়ি। দীর্ঘ টানেল দিয়ে যাবে একাধিক ভারী গাড়ি। একবার মেট্রো চলাচল শুরু হলে, শুরু হবে টানেল তৈরির প্রজেক্ট।

আরও পড়ুন -  বিনিয়োগকারীদের ডিজিটাল পদ্ধতিতে সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সরকার আত্মনির্ভর নিবেশক মিত্র পোর্টাল চালু করতে চলেছে

ছয় লেনের সুড়ঙ্গ তৈরি হলে খিদিরপুর থেকে হাওড়া পর্যন্ত বহু পণ্যবাহী গাড়ি, বিনা ঝঞ্ঝাটে দ্রুত পৌঁছতে পারবে ডেস্টিনেশনে। জানা গিয়েছে ৮০০ মিটার লম্বা হবে এই সুড়ঙ্গ। জানা গিয়েছে, একটি আন্তর্জাতিক মানের সংস্থা এই ডিপিআর তৈরি করছে। কলকাতা, হাওড়া, এবং পাশ্ববর্তী এলাকা যানজটমুক্ত করতে এই টানেল কার্যকরী হবে বলে মনে করছেন বন্দরের আধিকারিকরা।

আরও পড়ুন -  ২৬ মেট্রিক টন কয়লা গুড়ো ভর্তি একটি ট্রাক আটক