সবুজ মেরুন জয় চায়

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ  সবুজ মেরুন জয় চায়।

প্রথম ম্যাচে রাজস্থানের কাছে হেরে যাওয়ার পরে এ টি কে মোহনবাগান বুধবার খেলতে নামবে মুম্বই সিটি এফ সি র বিপক্ষে। কোচ ফেরান্ড চাইছেন ম্যাচটা জিতে আস্থা ফিরে পেতে। গত ম্যাচে হেরে গিয়ে হতাশ নন তিনি। তরুণ ফুটবলারদের সুযোগ দিয়ে দেখে নিতে চাইছেন। মনে করেনএখনই দেখে নেওয়ার সময়। তিনি আশা করেন ম্যাচ জিতে খেলোয়াড়রা মাঠ ছাড়বেন। মুম্বই বেশ শক্তিশালী। সমীহ করে খেলতে হবে প্রীতমদের।

আরও পড়ুন -  ৩৫ বছরে প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, ক্যানসার যুদ্ধে

এদিকে ভবানীপুর ৬-২ গোলে জর্জ টেলিগ্রাফকে হারায়। জিতেন মুর্মু হ্যাটট্রিক করেন। বি এস এস স্পোর্টিং ৪-১ গোলে টালিগঞ্জ কে হারায়। অন্য খেলায় এরিয়ান ২-১ গোলে জিতেছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। তবে ক্যানিং মাঠ খেলার মতো জায়গা নেই এমন অভিযোগ এসেছে।

আরও পড়ুন -  নৈহাটি তে মিনি ডার্বি