VIRAL: আম্রপালির ব্লাউজে জল ঢালতে দেখা গেল নিরহুয়াকে বাথরুমে, চোখ বন্ধ হয়ে যাবে ভিডিও দেখলে

Published By: Khabar India Online | Published On:

 ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। ভারতের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রি নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। বেশ কয়েকজন তারকাদের অভিনয় দক্ষতা ভোজপুরি ইন্ডাস্ট্রিকে যেন নতুনভাবে উজ্জীবিত করে তুলেছে।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বললে যার কথা অবশ্যই উঠে আসে, তিনি হলেন নিরাহুয়া। আসল নাম দীনেশ লাল যাদব। মোটামুটি যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা দীনেশ লাল যাদবের নাম অবশ্যই শুনেছেন। এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়।

আরও পড়ুন -  Nirhua-Amarapali Video: আম্ভ্রপালি দুবে এই জিনিস দেখালেন, নীরাহুয়াকে, অভিনেতা ঘামতে শুরু করল

সম্প্রতি নতুন করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে ভোজপুরি মিউজিক ভিডিও, ‘ফাগুয়া ম্যায় ফাটাটা জাওয়ানি’। এই গানে অসাধারণ পারফরম্যান্স দিয়ে সকলের মন জয় করে নিয়েছে নিরাহুয়া এবং আম্রপালি জুটি। এই গানটিতে লিরিক্স দিয়েছেন প্যায়ারে লাল যাদব এবং সুর দিয়েছেন মধুকর আনন্দ। গানটি গেয়েছেন প্রভেসলাল যাদব ও আম্রপালি। এই গানটিতে বাথরুমের মধ্যে নিরাহুয়া এবং আম্রপালিকে রোমান্টিক মুডে নাচ করতে দেখা গিয়েছে। এমনকি একটি দৃশ্যে লজ্জার সীমা অতিক্রম করে নিরাহুয়া, আম্রপালির ব্লাউজে জল অব্দি ঢেলে দেন।

আরও পড়ুন -  Bhojpuri Music Video: নীরাহুয়া চুড়ান্ত ঘনিষ্ঠ আম্রপালির সাথে, ঘরের মধ্যেই সকলের চোখ এড়িয়ে, Video দেখুন

ইউটিউবে বর্তমানে ভিডিওটি তুমুল ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যেই ভিডিওটি প্রায় ৪.৭ মিলিয়ন মানুষ দেখেছেন এবং ১৭ হাজারের কাছাকাছি মানুষ লাইক দিয়েছেন। অনেকেই কমেন্ট করে আম্রপালির সৌন্দর্যের প্রশংসা করেছেন। সেই সাথে সিংহভাগ নেটিজেন যে আম্রপালির লাস্যময়ী এক্সপ্রেশনে বোল্ড আউট।

আরও পড়ুন -  Bhojpuri Song: ইউটিউবে আবার ভাইরাল ভিডিও, নিরহুয়া ও আম্রপালি দুবের রোম্যান্স