Arpita Mukherjee: দুই বান্ধবীর সঙ্গে চুটিয়ে রোম্যান্স পার্থ চট্টোপাধ্যায়ের, স্ত্রী বেঁচে থাকা অবস্থাতেই!

Published By: Khabar India Online | Published On:

 পার্থ ঘনিষ্ঠ মোনালিসা দাস। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রীতিমত নাজেহাল মোনালিসা। ভুলে গেছেন কে এই মোনালিসা? ইনি ভোজপুরি নায়িকা নন, কিন্তু নায়িকার থেকে কোনো কিছুতে কম নন।

 কিছু মানুষের অভিযোগ ছিল যে, একজন কলা বিভাগের সহকারী অধ্যাপক কিভাবে একলাফে ডিপার্টমেন্টের প্রধান হয়ে যান? সেই সময় থেকেই মানুষ বুঝতে পারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাহায্যেই এমন বড় পুরস্কার পান মোনালিসা দাস (Monalisa Das)।

আরও পড়ুন -  বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে রেল চলাচলে ব্যাপক বিঘ্ন

পার্থ যখন ইডি হেফাজতে প্রথম যান তখন অর্পিতার মুখ থেকেই মোনালিসা দাসের নাম জানা যায় বলে সূত্রের খবর। এরপরেই পার্থ বাবুর সঙ্গে মোনালিসা নামটি জড়িয়ে যায় এবং অনেকেই বুঝতে পারে এই জঘন্য মিথ্যাচার।

আরও পড়ুন -  মানবিকতার নজির সৃষ্টি করল জঙ্গলমহলের সারেঙ্গা থানার চিলতোড় গ্রাম এর সিভিক ভলেন্টিয়ার পিন্টু কুম্ভকার

সূত্র বলছে, ২০১৩ সালে পার্থ চ্যাটার্জি যখন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তখন মোনালিসা দাসকে সরাসরি বাংলা বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়, এই ঘটনার জেরে বিশ্ব বিদ্যালয়েই তোলপাড় শুরু হয়।

আরও পড়ুন -  অর্পিতাকে সোনার পেন কে উপহার দিয়েছিল? সোনা পাচার চক্রের যোগসাজশের ইঙ্গিত? ইডির তদন্তে তথ্য উঠে আসছে