Singapore: সমকামিতা বৈধতা পাচ্ছে সিঙ্গাপুরে

Published By: Khabar India Online | Published On:

 দক্ষিণ এশিয়ার এই রাষ্ট্রে সমকামিতা বৈধতা পেতে যাচ্ছে।

রবিবার জাতীয় টেলিভিশনে সমকামে বৈধতার এই ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলে বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে।

সিঙ্গাপুরের এলজিবিটি কর্মীরা সরকারের এই পদক্ষেপকে ‘মানবতার জয়’ বলে প্রশংসা করেছেন। রক্ষণশীল মূল্যবোধের জন্য পরিচিত সিঙ্গাপুর। গত কয়েক বছর ধরে সমকাম নিষিদ্ধে ঔপনিবেশিক-আমলে তৈরি ৩৭৭এ আইনটি দেশটির দণ্ডবিধি থেকে বাতিলের দাবি তুলেছেন।

আরও পড়ুন -  Singapore: গোটাবায়া, সিঙ্গাপুরে থাকতে পারবেন ১১ অগাস্ট পর্যন্ত

এশিয়ায় ভারত, তাইওয়ান এবং থাইল্যান্ডের পর এলজিবিটি সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় সর্বশেষ দেশ হিসেবে এমন পদক্ষেপ নিল সিঙ্গাপুর।

 প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেছেন, তারা আইনটি বাতিল করবেন। কারণ তিনি বিশ্বাস করেন এটিই হবে সঠিক পদক্ষেপ। আর এটি এমন কিছু যা বেশিরভাগ সিঙ্গাপুরীয় মেনে নেবেন।

আরও পড়ুন -  Ather 450X এখন ৪৫,০০০ টাকা ডিসকাউন্টে!

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন, সমকামী ব্যক্তিরা এখন আরও ভালোভাবে গ্রহণযোগ্যতা পাবেন এবং ৩৭৭এ বাতিলে দেশের অন্যান্য আইন বর্তমান সামাজিক রীতিনীতির সাথে সঙ্গতিপূর্ণ হবে। আমি আশা করছি, সমকামী সিঙ্গাপুরীয়দের কিছুটা স্বস্তি দেবে সরকারের এই সিদ্ধান্ত। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Sri Lanka: জ্বালানি তেল ও খাদ্য কেনার জন্য উর্ধ্বশ্বাসে ছুটছে সাধারণ মানুষ, শ্রীলঙ্কায়