শিখা দেব, কলকাতাঃ
জীবনযুদ্ধে হার মারলেন ভারতীয় ফুটবলে তারকা বদ্রু ব্যানার্জি। তাঁর ভাল নাম ছিল সমর ব্যানার্জি। বয়স হয়েছিল ৯২ বছর। ফুটবল মাঠ ছিল তাঁর কাছে মন্দির। তাই প্রতিদিন মাঠে ছুটে আসতেন। খেলোয়াড়ি জীবন থেকে সরে থাকলেও আড্ডায় মশগুল থাকবার জন্য মোহনবাগান ক্লাবে চলে আসতেন। ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় দলে অধিনায়ক ছিলেন। ঐ সময় ভারতীয় শেষ চারে খেলবার ছাড়পত্র পেয়েছিল। হাওড়ার বালিতে জন্মগ্রহণ করেন ১৯৩০ সালে। ফুটবল পরিবার থেকে এলেও পড়াশুনায় তুখর ছিলেন। ডাক্তারি পড়াশোনা ছেড়ে মাঠেই ছুটে আসেন ফুটবল খেলতে। বালি প্রতিভার হয়ে কলকাতা ময়দানে প্রথম খেলা শুরু মিলন সমিতিতে। তারপর বিএনআর। ১৯৫২ সাল থেকে টানা আট বছর মোহনবাগানের নির্ভরযোগ্য খেলোয়াড়। ক্লাবকে যেমন সব ট্রফি দিয়েছেন। তেমনি আবার বাংলা সন্তোষ ট্রফি উপহার দিয়েছেন অধিনায়ক হয়ে। বাংলার কোচও ছিলেন। পেয়েছেন মোহন রত্ন ও রাজ্য সরকার থেকে জীবন কৃতি সন্মান। তবে অর্জুন পুরস্কার না পাওয়াতে প্রশ্ন থেকেই গেছে। শনিবার তাঁর প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে ফুটবল ময়দানে শোকের ছায়া নেমে আসে।