Anubrata Mondal: গর্জে উঠলেন বীরভূমের বাহুবলী অনুব্রত, বেনামী সম্পত্তি নেই

Published By: Khabar India Online | Published On:

 শুরু হয়েছে বীরভূমের দোর্দন্ড প্রতাপ তৃণমূল নেতা’র গরু চুরির মামলা। তার পক্ষেও রয়েছে কোটি কোটি টাকার কেস।

গরু চুরির অভিযোগে বীরভূমের কেষ্টাকে সিবিআই গ্রেফতার করলেও পাবলিকের সামনে অনুব্রত তেমন কিছুই বলেননি। মুখে কুলুপ এঁটে অনুব্রত একেকটা দিন পার করছেন। সম্প্রতি মেয়ের চাকরির ব্যাপারে মুখ খুলেছিলেন অনুব্রত। তার দাবি মেয়ের সমস্ত সার্টিফিকেট আছে,মেয়ে পাশ করা।

আরও পড়ুন -  Post Office Scheme: মাত্র ৫০ টাকা বিনিয়োগ করুন মেয়ের ভবিষ্যতের জন্য, ২১ বছর বয়সে পাবেন এই পরিমাণ টাকা

অনুব্রত মুখ খুললেন তার সম্পত্তি নিয়ে। সিবিআই ও ইডি তৎপরতার সঙ্গে কেষ্টার রাইস মিলে হানা দেয়। বোলপুরের ‘ভোলে ব্যোম রাইস মিল’-এ গিয়ে তাজ্জব আধিকারিকরা।

একের পর এক দামী দামী গাড়ির সম্ভার, গাড়ি গুলো নাকি বউ ও মেয়ের নামে করা। গোয়েন্দা সূত্রে খবর, বিভিন্ন ব্যাঙ্কে রয়েছে একাধিক ফিক্সড ডিপোজিট।

আরও পড়ুন -  Kylian Mbappe: এমবাপ্পের কাছে ক্ষমা চাইলো, পিএসজি