দাম্পত্যে অসুখ তৈরি হয়েছে? রোগ বাসা বেঁধেছে? চলুন।
বিয়ের আগে থেকেই জেনে নিতে হবে সুখী দাম্পত্যের কিছু টিপস্। আগেকার দিনে মা ঠাকুমারা কিছু না কিছু টিপস্ দিতেন, আজকের দিনে মেয়েরাই সেভাবে কোনো টিপস্ শুনতে চান না। শুধু মেয়েরা নয়, ছেলেদের তো কখনোই কিছু শেখানো হয় না বিয়ের আগে। আজ বরং সুখী দাম্পত্যের কিছু রহস্য জেনে নিই যেগুলি পুরুষ ও নারী উভয়ের জন্য দরকার।
আরও পড়ুন - বোল্ডনেসের মাত্রা ছাড়ালেন Aliya Naaz, ‘ড্যামেজড’ সিরিজে, ঘুম উড়েছে এক ঝলকে, Video Watch
* একে অপরের সঙ্গে নরম ভাবে কথা বলা ও শ্রদ্ধা সহ আচরণ করতে হবে।
* একে অপরকে মিষ্টি নাম দিন। সেই নামেই ডাকবেন।
- সত্যি কথা বলবেন একে অপরকে।
- একটু রসিকতা এবং আদর করবেন।