Subhashree Ganguly: আবারও দুর্গা রূপে শুভশ্রী জি বাংলায়, শিব-মহিষাসুর কে হবেন?

Published By: Khabar India Online | Published On:

 শরৎ এর ভোরে টুপটাপ খসে পড়া শিউলি। আকাশে তুলোর মতো মেঘ, নতুন জামার গন্ধ, পুজোর কয়েক মাস আগে থেকেই ব্যস্ততা শুরু হয় স্টুডিওপাড়ায়।

 আগে শুধুমাত্র দূরদর্শনে সম্প্রচারিত হত ‘মহিষাসুরমর্দিনী’। বর্তমানে চ্যানেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিটি চ্যানেল ‘মহিষাসুরমর্দিনী’-র অনুষ্ঠান হয়। গত বছর জি বাংলায় শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)-কে দেখা গিয়েছিল ‘মহিষাসুরমর্দিনী’ রূপে। চলতি বছর আবারও একই চ্যানেলে মা দুর্গার রূপে দেখা যাবে।

আরও পড়ুন -  Subhashree Ganguly: রয়েছে উন্মুক্ত বক্ষভাঁজ! শুভশ্রী পাতলা শাড়িতে লাইমলাইটে

প্রথম দিকে ‘মিঠাই’ সৌমিতৃষাকে দুর্গা রূপে দেখা যাওয়ার গুজব রটলেও জি বাংলার তরফে শুভশ্রীকেই বেছে নেওয়া হয়েছে ‘মহিষাসুরমর্দিনী’ রূপে। শোনা যাচ্ছে, জি বাংলার মহালয়ার অনুষ্ঠানে মহাদেবের চরিত্রে দেখা যাবে রুবেল দাস (Rubel Das)কে।

আরও পড়ুন -  মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি করোনায় আক্রান্ত হয়েছেন

‘যমুনা ঢাকি’ সিরিয়ালের মাধ্যমে দর্শকদের কাছে যথেষ্ট পরিচিত মুখ রুবেল। নাচে পারদর্শী হওয়ার কারণেই রুবেলকে দেখা যাবে মহাদেবের চরিত্রে। পার্বতীর ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। অবাক কান্ড হল মহিষাসুরের ভূমিকায় অভিনয় করবেন একজন নৃত্যশিল্পী।

আরও পড়ুন -  Modi সরকার, বাজেট গ্যাস সিলিন্ডারের ভর্তুকি বাড়িয়ে ৫০০ টাকা করতে পারে, এলপিজি সস্তা হয়ে যাবে

জি বাংলার প্রতিদ্বন্দ্বী স্টার জলসায় মহালয়ার অনুষ্ঠানে পার্বতীর ভূমিকায় দেখা যেতে পারে সোনামণি সাহা (Sonamoni Saha) কে। বিষ্ণুর চরিত্রে থাকতে পারেন দিব্যজ্যোতি (Dibyajyoti)।