Arpita Mukherjee: আলিপুর জেলে নতুন ইনিংস অর্পিতার, অতীত এখন পার্থ

Published By: Khabar India Online | Published On:

পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা এবং ৭৯ লক্ষ টাকার গয়না ও মোবাইল ফোন।

 বেলঘরিয়ার আবাসন থেকে উদ্ধার হয় আরও নগদ ২৮ কোটি ৯০ লক্ষ টাকা! এই ৫০ কোটির তথ্য সামনে আসে, সেদিন থেকে গোটা বাংলা নড়েচড়ে বসেছে। তৃণমূল সরকার চুপ।পাশাপাশি অনুব্রত মন্ডল এখনও সিবিআই এর হেফাজতে।

আরও পড়ুন -  পার্থ ঘনিষ্ঠ একাধিক জেলার নেতারা, ইডির জালে ধরা পড়তে পারেন, লিস্ট তৈরি হচ্ছে

সব মিলিয়ে তৃণমূল নেতাদের মাথায় বাজ পড়ার মতন অবস্থা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত জানা যায়নি সঠিক ভাবে যে ওই ৫০ কোটি কার?

অর্পিতাকে পার্থ চেনেন না বলে দাবি করেছেন ঠিকই, সমস্ত তথ্য প্রমাণ বলে দিচ্ছে অর্পিতার সঙ্গে পার্থর যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। অর্পিতা সংবাদমাধ্যমের মুখোমুখি হলে, জানান যে তার আইনের উপর ভরসা আছে এবং তিনি যা বলার ইডি কে বলে দিয়েছেন।

আরও পড়ুন -  আজ রাজা নেই