Ritabhari Chakraborty: ঋতাভরী কালো গাউনে লাস্যময়ী, হট লুক

Published By: Khabar India Online | Published On:

ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)র লুক একরকম হয় না। মডার্ন লুক ও স্পষ্ট কথার জন্য তাঁর হাতে কাজের সংখ্যা কম থাকলেও বর্তমানে স্টাইল স্টেটমেন্টের মাধ্যমেই নজর কাড়েন। ঋতাভরীর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 তাঁর পরনে রয়েছে কালো রঙের শিফন গাউন। গাউনটি অফ শোল্ডার ও ডিপ নেক। ফলে ঋতাভরীর ক্লিভেজের অনেকখানি অংশ দৃশ্যমান হয়েছে। কোমরের অংশ থেকে গাউনটি ফ্লেয়ারড। গাউনের উপরের অংশে রয়েছে সিকুইনের কারুকার্য।

আরও পড়ুন -  IPL 2023: প্রায় ২০ গজ পিছনে দৌড়ে অবিশ্বাস ক্যাচ ধরলেন ড্রাইভ দিয়ে মার্করাম, ভিডিও দেখুন

অফ শোল্ডার গাউনের সাথে কালো রঙের সাধারণ অন্তর্বাস পরেছেন ঋতাভরী। অন্তর্বাসটি সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে। তবে তাতে গাউনের সৌন্দর্যের হানি হয়নি। এই পোশাকের সাথে হালকা মেকআপ করে ওয়েভি চুল ছেড়ে রেখেছেন ঋতাভরী। কানে পরেছেন স্টোন স্টাডেড ইয়ারিং। গাউনের স্লিভ থ্রি কোয়ার্টার ও ট্রান্সপারেন্ট। ঋতাভরীর ছবিগুলি নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছে। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে ঋতাভরী লিখেছেন, মধ্যরাতে রঙিন হয়ে ওঠার কথা।