China Bans: চীনের নিষেধাজ্ঞা, তাইওয়ানের ৭ কর্মকর্তার ওপর

Published By: Khabar India Online | Published On:

তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করায় দ্বীপ রাষ্ট্রটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। মঙ্গলবার (১৬ আগস্ট) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এই প্রতিবেদনে তথ্য পাওয়া যায়।

চলতি মাসের শুরুতে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পর এই নিষেধাজ্ঞা এলো।

আরও পড়ুন -  Sichuan Earthquake: ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৯৩, চীনের সিচুয়ানে

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয় কর্তৃক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের মধ্যে ওয়াশিংটনে তাইওয়ানের রাষ্ট্রদূত সিয়াও বি-খিম এবং তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব ওয়েলিংটন কুও রয়েছেন। এছাড়াও তাইওয়ানের ক্ষমতাসীন দল ও ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির নেতারাও নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

আরও পড়ুন -  গণেশ চতুর্থী উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, নিষেধাজ্ঞায় আওতায় পড়া ব্যক্তিরা চীন, হংকং এবং ম্যাকাও যেতে পারবেন না। এছাড়াও তাদের সঙ্গে সম্পর্কিত সংস্থা এবং বিনিয়োগকারীদেরও চীনে ব্যবসার অনুমতি দেয়া হবে না।

আরও পড়ুন -  টাটা গ্রুপ তৈরি করবে ভারতে আইফোন, সিদ্ধান্ত নিল সংস্থা

আগে, পেলোসি তাইওয়ান সফরকে কেন্দ্র করে তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চ্যাং, পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ এবং পার্লামেন্টের স্পিকার ইউ সি-কুন- এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলো চীন। প্রতিকী ছবি।