Bipasha Basu: বেবি বাম্পে KISS খেয়ে ঘোষণা করণের, বিপাশা বসু মা হতে চলেছেন

Published By: Khabar India Online | Published On:

প্রাপ্তির খোঁজ পেয়ে গিয়েছেন বঙ্গ তনয়া বিপাশা বসু। স্বামী করণ সিং গ্রোভার (Karan Singh Grover)এর হাত ধরে ছয়টি বছর পার করে শেষে খুশির খবর দিলেন বঙ্গ তনয়া ও করণ।

আলিয়া, সোনম এর পর খুশির খবরে শিলমোহর দিলেন বিপাশা। মা হতে চলেছেন বিপাশা। খুশির জোয়ারে ভাসছেন অভিনেত্রী।

আরও পড়ুন -  Zeenat Aman: জিনাত চেয়েছিলেন ভালোবাসা পেতে, মা হওয়ার ইচ্ছা

২০১৫ সালে হরর ফিল্ম ‘অ্যালোন’-এর সেটে মন দেন বিপাশা করণ সিং গ্রোভারকে। এরপরে ২০১৬ তেই বিয়ে। মাঝে মধ্যেই দুজন সোশ্যাল মিডিয়ায় নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করেন।

আরও পড়ুন -  অভিনেত্রী সঙ্গীতা ঘোষ মা হয়েছেন

 অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের তরফ থেকে জানা যায় যে, বিপাশা মা হতে চলেছেন। এবারে, দুজনেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি ভাগ করে জানান দিলেন। ছবিতে দেখা যাচ্ছে, বিপাশা অন্তঃসত্বা,মুখে লাবণ্য চুঁইয়ে পরছে, করণ সিং তার পেটে হাত দিয়ে দাড়িয়ে, কোনোটাই পেটে চুম্বন দিয়ে আদর প্রকাশ করছেন। আরও বেশি করে আদরে ভরিয়ে দিলেন করণ।

আরও পড়ুন -  Singer: গায়িকা মমতাজের মা প্রয়াত