Shreema Bhattacharjee: তোয়ালে পরনে সেলফি তুলে লজ্জা পেলেন শ্রীমা

Published By: Khabar India Online | Published On:

শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharjee) গত বছর ব্রেক-আপের পর থেকেই মাঝে মাঝে শিরোনাম আসেন। গৌরব রায়চৌধুরী (Gourab Roychowdhury)র সাথে ব্রেক-আপের কারণ হিসাবে শ্রীমার দিকে উঠেছিল আঙুল।

 শ্রীমা আপাতত সিঙ্গল। তিনি নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। সম্প্রতি তিনি শুধুমাত্র তোয়ালে জড়িয়ে শেয়ার করলেন তাঁর মিরর সেলফি।

আরও পড়ুন -  Sarada Mother: সারদা মায়ের ১৬৯ তম জন্মতিথি

শনিবার শ্রীমার শেয়ার করা মিরর সেলফিতে তাঁর পরনে রয়েছে শুধুমাত্র একটি সাদা তোয়ালে। বুক অবধি তোয়ালেটি জড়ালেও দেখা যাচ্ছে তাঁর ক্লিভেজ দৃশ্যমান। ক্লিভেজ ছুঁয়েছে একটি লকেট। ভেজা চুলে, দুই চোখ বন্ধ করে মিরর সেলফি তুলেছেন।

আরও পড়ুন -  সরে যাচ্ছেন সচিব জয়দীপ

মিরর সেলফির সাথে শ্রীমা শেয়ার করেছেন জাস্টিন বিবার (Justin Biber)এর জনপ্রিয় ‘বেবি’ গানটি। মিরর সেলফি শেয়ার করে ক্যাপশন দিয়ে শ্রীমা লিখেছেন, তাঁর প্রথম ভালোবাসার কথা। কিশোরী বয়সে শ্রীমার ক্রাশ ছিলেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ (Daniyel Radcliff)। হ্যারি পটারের চরিত্রে তাঁর অভিনয় শ্রীমার মন কেড়েছিল। নিজেকে ‘পটারহেড’ বলতে পছন্দ করেন। শেয়ার করেছেন ড্যানিয়েলের অনেকগুলি ছবি।

আরও পড়ুন -  "একটু উষ্ণতার ছোঁয়া"

শ্রীমার বন্ধু কণিষ্ক শেঠ (Kanishka Sheth) ছবির নিচে কমেন্ট করে লিখেছেন ‘হ্যারি পুত্তর’ কথাটি। কণিষ্ক পেশায় ক্রিকেটার। শ্রীমা বারবার বলেছেন কণিষ্ক তাঁর খুব ভালো বন্ধু।