Ranveer Singh: রণবীরকে থানায় তলব, নগ্ন ফটোশুটের কারণে, মুম্বই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে

Published By: Khabar India Online | Published On:

 ম্যাগাজিনের জন্য কিছুদিন আগে নগ্ন ফটোশুট করায় বলিউড অভিনেতা রণবীর সিংকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

 এই অভিনেতাকে থানায় তলব করেছে মুম্বাই পুলিশ। নারীদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে এই নায়কের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। সেই মামলাতেই এবার মুম্বাই পুলিশ রণবীরকে থানায় তলব করেছে।

আরও পড়ুন -  Raj Kundra Porn Case: ‘রাজ আমায় জোর করে চুমু খায়’: শার্লিন চোপড়া

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় রণবীরের মুম্বাইয়ের বাড়িতে গিয়েছিল মু্ম্বাই পুলিশের একটি দল। এই সময় তাকে জিজ্ঞাসাবাদের সমন দেওয়া হয়। আগামী ২২ আগস্ট চেম্বুর থানায় হাজিরা দিতে হবে।

আরও পড়ুন -  Kapil Dev: কপিল দেব এত বছর পর গোপন কথা শেয়ার করলেন

গত মাসের শেষ দিকে চেম্বুর থানায় এনজিও ও বেদিকার পক্ষ থেকে রণবীরের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এই অভিনেতার ফটোশুট অশ্লীল ও কুরুচিকর বলে দাবি করে তারা।

আরও পড়ুন -  Ranbir Singh: বক্স অফিসে ব্যর্থ রণবীর সিং!