Arbaaz Khan: জর্জিয়ার মতো খুশি করতে পারে না মালাইকাঃ আরবাজ খান

Published By: Khabar India Online | Published On:

মালাইকা অরোরা (Malaika Arora) ও আরবাজ খান (Arbaaz Khan)এর জীবন বাইরে থেকে পিকচার পারফেক্ট মনে হলেও মিথটা ভুল ছিল।

মালাইকা তাঁদের বিয়েকে বাঁচানোর চেষ্টা করলেও আরবাজের পরকীয়া, রক্ষণশীলতা ও ক্রিকেট বেটিং তাঁদের সম্পর্ককে খাদে ঠেলে দেয়। পুত্রসন্তান আরহান (Arhaan Khan)কে নিয়ে আলাদা থাকতে শুরু করেন মালাইকা।

আরও পড়ুন -  ডার্বিতে আবার বাজিমাত, সবুজ মেরুন শিবিরের

ততদিনে মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানি (Georgia Andriani)র সাথে আরবাজের সম্পর্ক এসেছে সকলের সামনে। অচিরেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আরবাজ ও মালাইকার।

 বিবাহ বিচ্ছেদের পর প্রায় প্রতিটি অনুষ্ঠানে আরবাজকে দেখা যেত জর্জিয়ার সাথে।মালাইকা তাঁর সাথে কথা বলতে গেলে এড়িয়ে যেতেন আরবাজ। আরবাজ জানিয়েছেন, তিনি জর্জিয়ার সাথে অত্যন্ত খুশি।

আরও পড়ুন -  আরবাজ প্রেমিকা এমন স্টাইলিশ পোজ দিলেন, নেটজনতার চোখ কপালে, ছবি ভাইরাল

মালাইকা, জর্জিয়ার মতো তাঁকে খুশি করতে পারতেন না। জর্জিয়া তাঁর জন্য পারফেক্ট ম্যাচ বলে মনে করেন আরবাজ। বর্তমানে তাঁরা লিভ-ইনে রয়েছেন। খান পরিবার জর্জিয়াকে মেনে নিতে রাজি নয়। কিন্তু মালাইকার সাথে আরবাজ বর্তমানে সৌজন্যবোধ বজায় রেখে চলেন তাঁদের পুত্র আরহানের জন্য।

 

View this post on Instagram

 

A post shared by Bollywood News (@bollywoodnewscast)