Taiwan: ক্ষেপণাস্ত্র প্রকল্প উপ-প্রধান তাইওয়ানের, মারা গেলেন

Published By: Khabar India Online | Published On:

তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় পিংতুং কাউন্টির স্থানীয় একটি হোটেলের কক্ষ থেকে শনিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন শাখা উপ-প্রধান ওউ ইয়াং লি-হসিংয়ের মরদেহ উদ্ধার করা হয়।

তাইওয়ানের রাষ্টীয় সংবাদ সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএ) মাধ্যমে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন -  Taiwan: চীনের নতুন শ্বেতপত্র তাইওয়ান নিয়ে

সিএনএ’র খবরে বলা হয়েছে, তাইওয়ানিজ সশস্ত্র বাহিনী পরিচালিত ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপ-প্রধান ওউ ইয়াং লি-হসিংয়ের মৃত্যু নিয়ে প্রথমে ধোঁয়াশা সৃষ্টি হয়।

আরও পড়ুন -  Indian Railway: মোট রেলস্টেশন গোটা ভারতে কত রয়েছে? এই পরিসংখ্যান শুনলে অবাক হবেন

 তদন্তের পর কতৃপক্ষ নিশ্চিত করেছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওউ ইয়াং। ওই হোটেল রুমে কোনো অনুপ্রবেশের প্রমাণ পাওয়া যায়নি।

ওউ ইয়াং-এর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং ইতিপূর্বে কার্ডিয়াক অ্যাটাক হয়েছিলো।

আরও পড়ুন -  Sudipta Chakraborty: আসছেন অভিনেত্রী সুদীপ্তা, ‘রান্নাঘরের গপ্পো’ শোনাতে

সিএনএ আরো জানায়, একটি ব্যবসায়িক সফরে পিংতুং কাউন্টিতে গিয়েছিলেন ওউ ইয়াং। এই বছরের শুরুর দিকে দ্বীপটির ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্প তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছিলেন তিনি। ছবিঃ সংগৃহীত।