Vidya Balan: বিদ্যা বালন, সঙ্গমের পর যে জিনিসটি পছন্দ করেন

Published By: Khabar India Online | Published On:

এখনও মেয়েরা যখন যৌনতা নিয়ে খোলামেলা কথা বলেন, তখন আশেপাশের অনেকেই অবাক হয়ে যান। তাঁদের দৃষ্টি দেখে মনে হয় ‘যৌনতা’ শব্দটি বোধহয় তাঁরা প্রথমবার শুনলেন। কিন্তু, বিদ্যা বালন (Vidya Balan) খুব ভালো করেই যৌনতা সম্পর্কিত প্রশ্নকে হ্যান্ডল করলেন।

আরও পড়ুন -  Tina Dutta: মুম্বইয়ে পাওয়া যায় না বাংলার স্বাদঃ টিনা দত্ত

সিদ্ধার্থ রায় কাপুর (Siddharth Ray Kapoor)এর তৃতীয় স্ত্রী বিদ্যার যৌন জীবন নিয়ে অনেকের কৌতুহলের শেষ নেই। সম্প্রতি করণ জোহর (Karan Johar)এর রেডিও শো ‘কলিং করণ’-এ এসে সেই কৌতুহলের নিরসন ঘটালেন বিদ্যা। করণ বিদ্যাকে জিজ্ঞাসা করেছিলেন, তাঁর আলোয় যৌনতা পছন্দ না অন্ধকারে! বিদ্যার জবাব, হালকা আলোয় যৌনতা পছন্দ করেন। করণের পরের প্রশ্ন ছিল, যৌনতার সময় সিল্ক পছন্দ না সুতির কাপড়! বিদ্যার উত্তর , সুতির কাপড়। তার পাশাপাশি বিদ্যা বুঝিয়ে দিয়েছেন, যৌন সঙ্গমের পর ছেলেদের পাশাপাশি ক্লান্ত হন মেয়েরাও।

আরও পড়ুন -  Kareena Kapoor: জাহাঙ্গীরকে বুকে নিয়ে ক্যামেরাবন্দি হলেন করিনা

বিদ্যা বলেছেন, সঙ্গমের পর গ্রীন টি, চকোলেট বা অ্যালকোহলের পরিবর্তে তিনি পছন্দ করেন এক গ্লাস জল পান করতে। সঙ্গমের ক্ষেত্রে বিদ্যার কাছে প্রারম্ভিক অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সুন্দর শুরু ইঙ্গিত করে এক সফল যৌনতার দিকে।

আরও পড়ুন -  Mahatma Gandhi: মহাত্মা গান্ধীকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর