নৈহাটি তে মিনি ডার্বি

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ   নৈহাটি তে মিনি ডার্বি।

কলকাতা ফুটবল লিগের আগেই নৈহাটি স্টেডিয়ামে শনিবার মিনি ডার্বি ম্যাচ। এ টি কে মোহনবাগান খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। বিধায়ক ও মন্ত্রী পার্থ ভৌমিকের উদ্যোগে এই খেলাকে ঘিরে দারুন উৎসাহ সবার মধ্যে। ডুরান্ড কাপ ফুটবলের আগে দুই দলের কোচের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন -  লিস্টনের ঝড়ে উড়ে গেলো বসুন্ধরা
পার্থ ভৌমিক খেলার মাঠে

এদিকে ইস্টবেঙ্গল মাঠে এসেছিলেন অনুশীলন দেখতে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। আবার তিন প্রধানে খেলা নারিন্দার থাপা হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার চলে গেলেন। ময়দানে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন -  ডার্বিতে আবার বাজিমাত, সবুজ মেরুন শিবিরের

রাজ্য অ্যাথলেটিকস শুরু হয়েছে সাই কমপেক্সে। পূর্ব মেদিনপুরের এক অ্যাথলিট নিষিদ্ধ স্টেরয়েড নেওয়ার সময় ধরা পড়ে সাসপেন্ড হোন।

সৌজন্যে।