Web Series: ওয়েব সিরিজে মম

Published By: Khabar India Online | Published On:

 তুমুল প্রশংসা পাওয়া ‘মহানগর’ ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এরপর কাজ করলেন নতুন সিরিজে, নাম ‘হাই অন লাইফ’। এতে মমকে দেখা যাবে নোরা চরিত্রে।

আজ মুক্তি পাচ্ছে নতুন এই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম ঝাক্কাসে। ওয়েব ফিল্মটির গল্প ও পরিচালনায় আছেন আরিফ এ আহনাফ। চিত্রনাট্য ফরহাদ হোসেনের।

আরও পড়ুন -  Web Series: শহরে এসে এক যুবকের সঙ্গে চরম ঘনিষ্ঠ হলেন যুবতী, আগে সব কিছু বন্ধ করুন তারপর এই ওয়েব সিরিজটি দেখুন

নির্মাতা আরিফ এ আহনাফ বলেন, ‘থ্রিলিং আর অ্যাডভেঞ্চারাস গল্প। এর শুটিং আমরা করেছিলাম একেবারে বান্দরবানের দুর্গম এলাকায়। এর আগে ক্যাম্প করে এমনভাবে ওয়েব সিরিজের কাজ কেউ করেছেন বলে আমার জানা নেই। শুটিংয়ের পর দীর্ঘ প্রস্তুতি নিয়ে এটি অবমুক্ত হচ্ছে।’

আরও পড়ুন -  Anveshi Jain: অভিনেত্রী আনভেশি জৈনের আসল পরিচয় কি?

তিনি আরও জানান, ঢাকা ও বান্দরবানের রিমাক্রি, তিন্দু ও দেবতাখুমে শুটিং হয়েছে। বান্দরবানে একটানা ১১ দিন কাজ চলে এটার।

নোরাকে নিয়েই সিরিজটির গল্প। যার পাঁচ-ছয় জন বন্ধুবান্ধবী। সবাই গুলশান, বারিধারা এলাকার। নিজের বাস্তব জীবন থেকে বাঁচতে তারা যায় ঘুরতে, কিন্তু তাদের মধ্যেই একজন থাকে প্রফেশনাল কিলার।

আরও পড়ুন -  Diego Maradona: ৮ জন চিকিৎসাকর্মী বিচারের মুখে, ম্যারাডোনার মৃত্যু

মম ছাড়াও এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, রাশেদ মামুনুর অপু, আবির মির্জা, জয়শ্রী কর জয়া, মাসুম বাশার, করভি মিজান রিভি, আসিফ খান ও ওয়াহিদা হোসেন।