বন্ধ হচ্ছে ধারাবাহিক, সুস্মিতার ( Susmita Dey ) মন খারাপ

Published By: Khabar India Online | Published On:

 বাংলা ধারাবাহিক জগতে এখনও পর্যন্ত বেশ কিছু সুপার হিট ধারাবাহিক আছে, যার দৌলতে ছোট পর্দার অভিনেতারা বড় পর্দায় যেতে পেরেছে বা ওয়েব দুনিয়ায় পা রেখেছে। কেউ হারিয়ে গিয়েছে তো কারোর ধারাবাহিক এতটাই ফ্লপ প্রযোজক বাধ্য হয়ে বন্ধ করেছে।

আরও পড়ুন -  Porn Case: নিউটাউনের নীল ছবির নায়ক, অভিনয় করেছেন একাধিক সিরিয়ালে !

 একই অবস্থা ছোট পর্দার মিষ্টি অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey) এবং অভিনেতা দেবজ্যোতি রায় চৌধুরী ( Debojyoti Roy Chowdhury)।

এই জুটির ধারাবাহিকের নাম বৌমা একঘর (Bouma Ekghor)। স্টার জলসার পর্দায় রাত ১০:৩০ টায় সম্প্রচারিত হয়। অপরাজিতা অপু করার পরেই বৌমা একঘর ধারাবাহিকে পা রাখেন সুস্মিতা। অন্যদিকে, অপরাজিতা অপু ধারাবাহিকের হিরো অর্থাৎ যিনি সুস্মিতার বিপরীতে ছিলেন তথা রোহন ভট্টাচার্য ধারাবাহিক শেষে কিছুদিনের বিরতি নেন। যোগাসন, এক্সারসাইজ করে শারীরিক পরিবর্তন আনেন। তাকে আসন্ন একটি নাচের রিয়্যালিটি শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে।

আরও পড়ুন -  Bhojpuri Video: নীরাহুয়া-আম্রপালির রোমান্সে নেটদুনিয়া মজেছে, ভালো হয়ে যাবে মন ভিডিও দেখলে

এদিকে বন্ধ হতে চলেছে সুস্মিতা দে অভিনীত বৌমা একঘর। মূলত এটি তার করে দ্বিতীয় ধারাবাহিক। শুরু হওয়ার নব্বই দিনের মধ্যে শেষের পথে ধারাবাহিক। বাস্তবিক ভাবে মন খারাপ সুস্মিতার। আচমকা ধারাবাহিক বন্ধ হওয়ার জন্য চাপা দুঃখ থাকলেও মেনে নিয়েছেন।

আরও পড়ুন -  TRP: বাংলা সেরা ‘দিদি নাম্বার ওয়ান’, সিরিয়ালের সিংহাসন কার দখলে