Subhashree Ganguly: শুভশ্রী ভাতের হোটেল খুলবেন, ‘ইন্দুবালা ভাতের হোটেল’

Published By: Khabar India Online | Published On:

 ঘরের বউয়ের রান্নাঘরে যাওয়াই হয় না। কথা হচ্ছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে। সত্যি যে বিয়ের পর থেকে রাজ চক্রবর্তী র মা তাকে রান্নাঘরের কাজ করতে দেন না। কারণ, একটাই – বৌমাকে নিজের মেয়ের মতন ভালোবাসেন। তার ধারণা বৌমা শ্যুটিং নিয়ে ব্যস্ত, সেটাই মন দিয়ে করুক।

আরও পড়ুন -  পুরুষ হৃদয় ঘায়েল করে দিলেন শুভশ্রী, কাজল কালো চোখ, ছিমছাম লুকেই

 সেই শুভশ্রী নিজেই নিজের ফ্ল্যাটে বসে নানাবিধ পদ রান্না করছেন, একাই সবজি কাটছেন বটি দিয়ে, মশলা বাটছেন পাটায় মেঝেতে বসে, কোন সবজিতে কোন মশলা দেবেন সব শিখে নিচ্ছেন, একা হাতে করছেন।

আরও পড়ুন -  Yuvaan: জগন্নাথ দর্শনে ইউভান, সাথে বাবা - মা

ভাবছেন কি? এটাই যে পরিণীতার মত শুভশ্রী ফিরছেন ইন্দু হয়ে। পূর্ববঙ্গের মেয়ে আসবে পশ্চিম বাংলায়। বিধবা, কোলে দুই সন্তান। কাজ করতে হবে খেতে হবে তো, সেই জন্যেই একটা ভাতের হোটেল খুলে ফেলেন। সেই হোটেলের নাম রাখেন ‘ইন্দুবালা ভাতের হোটেল’(indubala bhater hotel) । কল্লোল লাহিড়ীর জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি ‘ইন্দুবালা ভাতের হোটেল’।

আরও পড়ুন -  ৩ বছর হল ২ জনের জীবন পূর্ণ, রাজ - শুভশ্রী, কিছু অনুষ্ঠান করলেন না, এই কঠিন সময়ে