ভেঙে পড়লো উড়ন্ত বিমান

Published By: Khabar India Online | Published On:

 এয়ার ফোর্সের মিগ ২১ ফাইটার জেট বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় উড়ন্ত অবস্থায় ভেঙে পড়ে। যুদ্ধ বিমানটিতে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, বারমারের ভিমদা গ্রামে প্রায় আধ কিলোমিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ। যুদ্ধ বিমানটি যে জায়গায় পড়েছে সেখানের মাটিতে ১৫ ফুট গর্ত হয়ে গেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন -  কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী, দেবাঞ্জন কাণ্ডে

স্থানীয় সূত্রে বিমান ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও এয়ার ফোর্সের কর্মকর্তারা। সেখানে উপস্থিত হয়েছেন উদ্ধারকারী দল। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন -  টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী জুটি বাঁধলেন বাংলাদেশী অভিনেতার সঙ্গে, মুহুর্তের মধ্যে ভাইরাল

এই ঘটনার খোঁজ নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আইএএফ চিফ, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। ছবিঃ  সংগৃহীত।