Partha-Arpita: অর্পিতা মুখোপাধ্যায় ঠকিয়েছেন, পার্থকে পেয়ে

Published By: Khabar India Online | Published On:

কিছুদিন আগে পর্যন্ত কেউই চিনতো না এই অর্পিতাকে। West Bengal ssc scam এর পরপর জড়িয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায় এবং তারই ঘনিষ্ট বান্ধবী অর্পিতা। পার্থর থেকে বয়সে অনেক ছোট হলেও অর্পিতার বাড়ি বা ফ্ল্যাট ছিল পার্থর দ্বিতীয় ঘর এবং কুবের খাজানা। মানুষ টাকা দিয়ে ফ্ল্যাট কেনে, পার্থ বাবু ফ্ল্যাট কিনেছেন একের পর এক টাকা রাখার জন্য। এখনও পর্যন্ত পার্থ ও অর্পিতা বিচারাধীন।

আরও পড়ুন -  উপনির্বাচন তাড়াতাড়ি করতে হবে, নির্বাচন কমিশনে তৃণমূল, কি জানালো নির্বাচন কমিশন ?

 কে এই অর্পিতা? তিনি পেশায় একজন অভিনেত্রী। এক সময়ে ওড়িশা সিনেমায় অভিনয় করেছেন অর্পিতা। এছাড়াও, বাংলা সিনেমা ‘মামা ভাগ্নে’, ‘পার্টনার’ সহ বেশ কিছু সিনেমাতে সহ অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। আরও বড় হতে চেয়েছিলেন নায়িকা। সেই সুযোগ পাইয়ে দিয়েছিলেন টলিউডের এক প্রযোজক।

আরও পড়ুন -  ইউভান (Yuvaan) গরমের ছুটি কাটাতে, বাবা - মা'র সাথে ঘুরতে গেল, কোথায় ?