Ranbir-Disha: দিশা পাটানি সমস্যায় পড়তেন, রণবীর কাপুরের জন্য

Published By: Khabar India Online | Published On:

 ‘সাঁওয়ারিয়াঁ’-র সময় থেকেই রণবীর কাপুর (Ranbir Kapoor) এর হার্টথ্রব হয়ে গিয়েছিলেন। রণবীর আউটডোর শুটিংয়ে গেলে মহিলাদের ভিড় হয়ে যেত তাঁকে ঘিরে। একবার রণবীরকে দেখতে গিয়ে দিশা পাটানি (Disha Patani) হয়েছিলেন দুর্ঘটনার সম্মুখীন। সাম্প্রতিক সাক্ষাৎকারে দিশা নিজেই এই ঘটনার কথা বলেছেন।

আরও পড়ুন -  Ranbir-Alia: রণবীর-আলিয়া, এপ্রিলেই সাত পাক ঘুরবেন

দিশা জানিয়েছেন, স্কুলে পড়ার সময় থেকেই তিনি রণবীরের ভক্ত। তাঁর শহরের দেওয়ালে রণবীরের প্রচুর পোস্টার লাগানো থাকত। স্কুটি চালিয়ে স্কুলে যাওয়ার সময় রাস্তায় সেই পোস্টার দেখতে পেয়ে দাঁড়িয়ে যেতেন দিশা।

আরও পড়ুন -  Alia Bhatt: আড়াই মাসের মধ্যেই গর্ভবতী আলিয়া ! ছবি শেয়ার করলেন

পোস্টার দেখতে দেখতেই স্কুটি চালাতেন তিনি। ফলে বেশ কয়েকবার দুর্ঘটনার সম্মুখীন হলেও প্রাণে বেঁচে গিয়েছেন দিশা। তবে বর্তমানে টাইগার শ্রফ (Tiger Shroff)এর সাথে সম্পর্কে রয়েছেন।