Arpita Mukherjee: দুটি সেক্সটয় ( SexToys ) উদ্ধার, অর্পিতার ফ্ল্যাট থেকে

Published By: Khabar India Online | Published On:

অভিনয় জীবনে অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) এত খ্যাতি পাননি, শুক্রবার রাত থেকে পেয়ে চলেছেন।

অর্পিতা স্বপ্নেও ভাবতে পারেননি হঠাৎই ইডি হানা দেবে তাঁর ডায়মন্ড সিটির বিলাসবহুল অ্যাপার্টমেন্টে।

আরও পড়ুন -  সেন্ট্রাল এক্সাইজ এন্ড সিজিএসটি এআইটিএ পুরুষ'স ওপেন টেনিস টুর্নামেন্ট - ২০২১

উনত্রিশ কোটির বেশি টাকা উদ্ধার করার পর তিনটি টাকা গোনার মেশিন দিয়ে রাতভর টাকা গুনতে হয়েছে ইডির তদন্তকারী আধিকারিকদের।

উদ্ধার বিপুল পরিমাণ সোনা ও বৈদেশিক মুদ্রা। ফিল্মের কাহিনীকে হার মানিয়ে দিলেন। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)র সাথে ইডির দফতরে এক ছাদের তলায় বর্তমানে বাস করছেন।

আরও পড়ুন -  পা ফুলেছে পার্থর, মেঝেতে শুয়ে রাত কাটিয়ে

 আপাতদৃষ্টিতে মার্জিত ও শিক্ষিত বিপত্নীক পার্থর সাথে কি সম্পর্ক ছিল অর্পিতার! জানা গিয়েছে বারুইপুরের বাগানবাড়িতে একসাথে সময় কাটাতেন তাঁরা। একাধিক স্থানে একসাথে দেখা যেত পার্থ-অর্পিতাকে। এবার অর্পিতার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হওয়া একজোড়া সেক্স টয় বাড়িয়ে দিয়েছে এই জুটির রসায়নের জল্পনা।

আরও পড়ুন -  কেঁদে ফেললেন পার্থ, শুনানি চলাকালীন, জামিনের আর্জি জানালেন