Nick-Priyanka: দ্বিতীয় সন্তানের পরিকল্পনা, নিক-প্রিয়াঙ্কার!

Published By: Khabar India Online | Published On:

 মা ও বাবা দুজনেই চাকরি করেন। তাঁরা সন্তানকে বাড়িতে সময় দিতে পারেন না। এই কারণে সন্তানরা একাকীত্ব বোধ করেন। একাকীত্বর ফলে বাড়তে পারে অপরাধপ্রবণতা, জন্ম নেয় মানসিক অবসাদ। এই কারণে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra Jonas) ও নিক জোনাস (Nick Jonas) দ্বিতীয়বার সন্তান নেওয়ার কথা ভাবছেন।

আরও পড়ুন -  Priyanka-Nick: প্রমোদতরীতে বছর শুরু, প্রিয়াঙ্কা-নিকের

চলতি বছরের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছে প্রিয়াঙ্কা ও নিকের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাস (Malti Merry Chopra Jonas)। জন্মের আগে একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা ইঙ্গিত দিয়েছিলেন, মা হতে চান তিনি। কেউই জানতেন না, সারোগেসির মাধ্যমে আসতে চলেছে প্রিয়াঙ্কা ও নিকের সন্তান। জানুয়ারি মাসে হঠাৎই একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মালতী মেরির জন্মের সুখবর জানিয়েছিলেন নিক ও প্রিয়াঙ্কা।

আরও পড়ুন -  প্রকাশ্যে এমন কাজ, প্রিয়াঙ্কা চোপড়া-নিক, নেটদুনিয়া অবাক

তবে মালতী প্রিম্যাচিওর বেবি হওয়ার কারণে জন্মের পর তার বেশ কিছু শারীরিক সমস্যা ছিল।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)