Kenya: নদীতে বাস পড়ে নিহত ২৪, কেনিয়ায়

Published By: Khabar India Online | Published On:

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার মধ্যাঞ্চলে সেতু পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস ছিটকে নদীতে পড়ে ২৪ জন নিহত হয়েছেন।

সোমবার কেনিয়ার সংবাদমাধ্যমের খবরে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 ঘটনায় কেনিয়ার ডেইলি নেশন এবং স্ট্যান্ডার্ড সংবাদপত্র জানিয়েছে, রবিবার সন্ধ্যায় থারাকা নিথি কাউন্টিতে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় মডার্ন কোস্ট কোম্পানির ওই বাসটি মেরু শহর থেকে বন্দর শহর মোম্বাসার দিকে যাওয়ার পথে নিথি ব্রিজ থেকে ৪০ মিটার নিচে নদী উপত্যকায় পড়ে যায়।

আরও পড়ুন -  Cuba: আহত ১২১, নিখোঁজ ১৭, কিউবায় বজ্রপাতের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে

রাষ্ট্রীয় মালিকানাধীন কেবিসি টেলিভিশনের খবর অনুযায়ী, বাসটি মেরু শহর থেকে উপকূলীয় শহর মোম্বাসার দিকে যাচ্ছিলো। জীবিতদের সন্ধান এবং মৃতদেহ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

কাউন্টি কমিশনার নোবার্ট কোমোরাকে উদ্ধৃত করে ডেইলি নেশন জানিয়েছে, আমরা দুঃখের সাথে জানাচ্ছি,  মেরু – নাইরোবি হাইওয়ের পাশে কুখ্যাত নিথি নদীর সেতুতে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় আমরা ২৪ জনকে হারিয়েছি।

আরও পড়ুন -  মিয়ানমারে সেনা শাসনবিরোধী বিক্ষোভে আরও কয়েকজন নিহত হয়েছেন

কোমোরা আরও বলেছেন, প্রাথমিক তদন্তে বাসের ব্রেক সংক্রান্ত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছবিঃ সংগৃহীত।