৬ লক্ষ আধার কার্ড বাতিল করা হলো, বাতিল হয়নি তো আপনার আধার কার্ড ?

Published By: Khabar India Online | Published On:

 ভারতের সবথেকে জরুরি পরিচয় পত্র হিসেবে আধার কার্ডকে তুলে ধরা হয়। সমস্ত পরিষেবার সঙ্গে আধার কার্ডকে সংযুক্ত করা, এই সবকিছুই ছিল মোদি সরকারের অন্যতম কাজ। এবারে নকল আধার কার্ড নিয়েও নতুন করে সক্রিয় হলো কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, ইতি মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রায় সাড়ে ছয় লক্ষ আধার কার্ড কে বাতিল বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। এই সমস্ত আধার কার্ড ছিল নকল আধার কার্ড।

আরও পড়ুন -  সাহসী ওয়েব সিরিজ OTT প্ল্যাটফর্মে, যখন দেখবেন ঘাম ঝরবে ( Video Watch )

কেন্দ্রীয় সরকারের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ওরফে ইউআইডিএআই এই সাড়ে ছয় লক্ষ্য আধার কার্ডকে বাতিল বলে ঘোষণা করেছে। ভুয়ো আধার কার্ড সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে গত ২০ জুলাই সংসদের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছিলেন, বাতিল করে দেওয়া হয়েছে মোট ৫,৯৮,৯৯৯ টি ভুয়ো আধার কার্ড। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, জালিয়াতি রুখতে আধার কার্ডের সঙ্গে আরও বাড়তি সুরক্ষা যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন -  গাইডলাইন প্রকাশ UIDAI, আধার কার্ড সুরক্ষিত রাখার, নতুন প্রযুক্তি নিয়ে এলো, জেনে নিন

 হামেশাই ভুয়া আধার কার্ড ব্যবহার করার অভিযোগ উঠেছে। নানা জায়গায় ব্যবহার করে বহুবার জালিয়াতির অভিযোগও উঠেছে। এবার সেই নিয়েই বেশ তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকারের ইউআইডিএআই কর্তৃপক্ষ।

আরও পড়ুন -  Pori Moni: ১৩ মিনিটের ভিডিও ভাইরাল, রাজ-পরীমণির

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আধার কার্ডের যাতে জালিয়াতি না করা যায় সেই জন্য বাড়তি সুরক্ষা ব্যবস্থা যোগ করা হয়েছে। যারা নতুন নথিভুক্ত করছেন তাদের ক্ষেত্রে ‘ফেস’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।