Nora Fatehi: নতুন লুকে দেখা দিলেন নোরা ফাতেহি,আঁটসাঁট পোশাকে, মুগ্ধ ভক্তরা

Published By: Khabar India Online | Published On:

নোরা ফাতেহি, বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন।

 ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি পুনরায় নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজের লুকে।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন। ভক্তের সংখ্যাও চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ভক্ত হিসেবে তারা একাধিক ফ্যান পেজ খুলে রেখেছেন, সেখান থেকে অভিনেত্রীর বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়ে থাকে।

আরও পড়ুন -  সোনাক্ষী সিনহার, সেলিম খানের পুত্রবধূ হওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল, বড় খবর সামনে এল

 পাপারাজিৎদের নজরও বেশিরভাগ সময়ই আটকে থাকে তার উপর। বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে দেখা দেন তিনি, যা রীতিমত নজর কাড়ে।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

সম্প্রতি অভিনেত্রী এক নতুন লুকে ধরা দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজেই সম্প্রতি শেয়ার করেছেন, এই লুক, যা আপাতত মুগ্ধ করেছে তার অগণিত ভক্তমহলকে। ছবিতে অভিনেত্রীকে কচি কলাপাতা রঙের ওয়ান সাইডেড অফ-শোল্ডার মিডিয়াম ড্রেসে দেখা গিয়েছে। এই পোশাকে তার বক্ষ ভাঁজ ছিল উন্মুক্ত। এই পোশাকে নিজের সাজ পূরণ করার জন্য হাই হিলে ছিলেন অভিনেত্রী। হালকা মেকাপে, চুল খোলাই রেখেছিলেন নোরা। হাতে নিয়েছিলেন একটি ছোট ব্র্যান্ডেড ব্যাগও। কোন একটি বড় রিসর্টেই যে অভিনেত্রীর এই ছবিগুলি তোলা হয়েছে, তা বোঝাই গিয়েছে।

আরও পড়ুন -  Savings Tips: আমার স্বামীর আয় সীমিত! মহিলাদের জন্য অর্থ সংগ্রহের পাঁচটি উপায়