Papaya: পেঁপের ফেসপ্যাক ত্বকের যত্নে

Published By: Khabar India Online | Published On:

গরম চলছে। ত্বক পুড়ে যাওয়া থেকে শুরু করে ত্বকে ট্যান পড়া, ব্রনের সমস্যা এবং ত্বক ডিহাইড্রেড হয়ে  নানান রকম সমস্যা দেখা দিচ্ছে ত্বকে। শরীরের পাশাপাশি গরমে ত্বককেও দিতে হবে ‘কুলিং এফেক্ট’। প্রচণ্ড গরমে শরীরের পাশাপাশি যত্নশীল হন ত্বকের।

আরও পড়ুন -  Sri Lanka: নির্বাচন স্থগিত করলো শ্রীলঙ্কা, অর্থ সংকটে

গরম কালে মুখে কুলিং এফেক্ট পেতে ভাল কাজ করে পেঁপে। ঘরে বসেই খুব সহজে ঝামেলা ছাড়াই বানিয়ে নিয়ে পারেন পেঁপের ফেসপ্যাক। কয়েক টুকরো পেঁপে নিয়ে চটকিয়ে নিন। এর সাথে ১ চামচ মধু আর ২ চামচ কাঁচা দুধ ভাল করে মিশিয়ে নিয়ে প্যাক তৈরী করে নিন। তারপর প্যাক মুখে এবং গলায় লাগিয়ে অপেক্ষা করুন ১৫-২৫ মিনিট।

আরও পড়ুন -  নিজেরাই ষ্ট্যাম্প মেরে নিয়ে যায়, এরাই আবার গণনার কাজ করবে !

 প্যাক ব্যবহারে গরমে আপনি পাবেন একদম ফ্রেশ লুক। ত্বক ডিহাইড্রেশন হয়ে পড়লে এই প্যাক ত্বকের সজীবতা ফিয়ে আনতে সাহায্য করবে। এছাড়া প্রচুর পরিমাণে জল পান করতে হবে।

আরও পড়ুন -  কলকাতার প্রেস ক্লাবে কোভিডি টিকার প্রথম দিনে ৮৩ জন সাংবাদিক টিকা নিলেন