আনুষ্ঠানিকভাবে ইয়ুভেন্তুস ছেড়ে আরেক ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দিলেন আর্জেন্টাইন খেলোয়াড় পাওলো দিবালা।
বুধবার তিন বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেন। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপা কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন রোমা।
ইয়ুভেন্তুসের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে তাকে পেয়েছে রোমা। ইতালিয়ান সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, নতুন ক্লাবে বার্ষিক ৬০ লাখ ইউরো বেতন পেতে পারেন দিবালা।
রোমায় যোগ দিতে পেরে উচ্ছ্বসিত ২৮ বছর বয়সী দিবালা। কোচ হোসে মরিনহোর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি।
আর্জেন্টাইন এই খেলোয়াড় বলেন, আমি এমন একটি দলে যোগ দিচ্ছি যারা এগিয়ে যাচ্ছে। ক্লাব হিসেবে যারা ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত স্থাপন করে চলেছে। কোচ হোসে মরিনিহোর সঙ্গে কাজ করা হবে বিশেষ ব্যাপার।
২০১৫ সালে পালেরমো থেকে কিনেছিলো ইয়ুভেন্তুস। ইতালির অন্যতম সফল দলটির হয়ে পাঁচটি লিগ ও চারটি ইতালিয়ান কাপ জেতেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে তুরিনের দলটির হয়ে ২৯৩ ম্যাচে করেন ১১৫ গোল করেন দিবালা। চোট ও অসুস্থতা মিলিয়ে দুই মৌসুম খুব একটা ভালো কাটেনি তার।