Kareena Kapoor: কারিনা কাপুর, তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন !

Published By: Khabar India Online | Published On:

সম্প্রতি লন্ডনে বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ওই সময়টাতে ডায়েটের তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমতো পেটপুজো করেছেন। সেই জন্য মেদ খানিক বেড়েছিল। বিশেষ করে পেটে।

আরও পড়ুন -  Video: ফুলশয্যার রাতে আম্রপালিকে রেহাই দিলেন না নিরাহুয়া, শুরু হলো চরম দুষ্টুমির খেলা

অন্তঃসত্ত্বা নাকি? তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন কারিনা কাপুর? এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছে নেটিজেনরা।

লন্ডনে থাকলেও অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি কারিনার নজরে পড়েছে। রসিকতা করেই প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, আরে পাস্তা আর ওয়াইনের ফল… শান্ত হোন… আমি অন্তঃসত্ত্বা নই…সাইফের মতে দেশের জনসংখ্যায় তার একটু বেশিই অবদান রয়েছে। ২০১২ সালের ১৬ অক্টোবর বলিউডের নবাব সাইফ আলি খানকে বিয়ে করেছিলেন করিনা। বিয়ের চার বছর পর প্রথম সন্তান তৈমুরের জন্ম। তার পাঁচ বছর পর দ্বিতীয় সন্তান জাহাঙ্গির ওরফে জেহর জন্ম।

আরও পড়ুন -  ভারতের মোবাইল ব্যবহারকারীদের জন্য আসছে এক বড় ধাক্কা