Urfi Javed: স্তনযুগল উঁকি দিচ্ছে, সমালোচনার মুখে উর্ফি জাভেদ

Published By: Khabar India Online | Published On:

উর্ফি জাভেদ (Urfi Javed) বেশি সমালোচিত হতে হয় তাঁর পোশাকের কারণে। প্রায়ই ট্রোলড হন উর্ফি।

গুগলের ‘মোস্ট সার্চড এশিয়ান উওম্যান’-এর তালিকায় সকলের শীর্ষে রয়েছেন উর্ফি। রণবীর সিং (Ranveer Singh)এর কাছে উর্ফি ফ্যাশন কুইন। উর্ফির নতুনত্ব করণ জোহর (Karan Johar)এর পছন্দ হলেও তিনি স্টারকিড নন বলেই হয়তো ‘ধর্মা’-র দরজা এখনও উর্ফির জন্য খোলেনি। আবারও ট্রোলড উর্ফি।

আরও পড়ুন -  Rishi Sunak: ঋষি সুনাক, যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষস্থানে

সম্প্রতি উর্ফি একটি ভিডিও শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে। ভিডিওতে কিভাবে পুল খেলতে হয় তা শিখিয়েছেন উর্ফি। নেটিজেনদের একাংশ আগে থেকেই সবজান্তা। তাঁরা পুল না শিখে উর্ফিকে ফ্যাশন শেখাতে শুরু করেছেন। ভিডিওতে উর্ফির পরনে ছিল নীল রঙের ডেনিম ও কমলা রঙের ফ্রন্ট ওপেন ক্রপ টপ। টপটি নিটেড ও ফুলস্লিভ। টপটি ফ্রন্ট ওপেন হওয়ার কারণে উর্ফির স্তনের বেশ কিছুটা অংশ দৃশ্যমান হয়েছে। সাধারণতঃ হলিউডে অভিনেত্রীদের এই ধরনের ডিজাইনার টপ পরতে দেখা যায়। কিন্তু উর্ফি ‘দেশী গার্ল’। এই কারণেই তাঁকে ট্রোলড হতে হয়েছে।

আরও পড়ুন -  Actress Popi: চিত্রনায়িকা পপি, কয়েক বছর পর পর্দায় আসছেন

নেটিজেনদের একাংশের মতে, উর্ফি নাকি পুল শিখিয়ে ওভারঅ্যাক্টিং করছেন। অনেকের মতে, উর্ফি দেশে অপসংস্কৃতি তৈরি করছেন। অনেকে বলছেন, উর্ফির শেখা উচিত, কিভাবে পোশাক পরতে হয়। অনেকে আবার উর্ফিকে ‘দিদি’ সম্বোধন করে সম্পূর্ণ পোশাক পরার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন -  নভেম্বর পর্যন্ত এমএসএমইগুলির থেকে ২১,০০০ কোটি টাকার পণ্য সংগ্রহ ও বকেয়া অর্থ মিটিয়ে দেবার সমন্বিত উদ্যোগের প্রশংসা করেছেন অর্থমন্ত্রী