Google Doodle Tributes Oscar Salah: অস্কার সালা’কে শ্রদ্ধা, গুগল ডুডলে ১১২তম জন্মদিনে

Published By: Khabar India Online | Published On:

গুগল ডুডলে শ্রদ্ধা জানানো হল জার্মানির বিখ্যাত পদার্থবিদ, ইলেট্রনিক মিউজিকের অগ্রদূত অস্কার সালা’কে। অস্কার সালা ১১২ তম জন্মদিনে ডুডলের মাধ্যমে এই বিশিষ্ট প্রতিভাকে শ্রদ্ধা জানাল গুগল।

মিক্সচার-ট্রাউটনিয়াম নামের এক প্রযুক্তির উদ্ভাবক। ফলে টেলিভিশন রেডিও ও ফিল্মের প্রযুক্তিতে অনেক পদল আসে। যার হাত ধরে এগিয়ে গিয়েছে পরবর্তী শব্দ-প্রযুক্তি।

আরও পড়ুন -  রুশ বাহিনীর দখলে, লুহানস্ক অঞ্চলের অনেকটা

১৯১০ সালে জার্মানিতে জন্ম সালার। তার বাবা ছিলেন চক্ষুরোগবিশেষজ্ঞ। বাবার মধ্যে সংগীতপ্রতিভা ছিল। আর তার মা ছিলেন গায়িকা। বাবা-মায়ের এই সংগীতপ্রতিভা তাকে প্রভাবিত করেছিল।

প্রথমেই হাতে তুলে নিয়েছিলেন ভায়োলিন এবং পিয়ানো। তখন তিনি মাত্র ১৪ বছরের কিশোর। সংগীতচর্চার ফাঁকেই ঢুকে পড়ল ট্রাউটনিয়ামের মোহময় টান। সে হাত এড়াতে না পেরে সালা পড়তে শুরু করে দিলেন পদার্থবিদ।

আরও পড়ুন -  VIRAL: কাজল-এর শরীরী মাদকতায় মাতাল হলেন খেসারি লাল যাদব, ভাইরাল ভিডিও

একটা সাউন্ড মিক্সিং টেকনোলজি। এমন একটা সাউন্ডস্কেপ তৈরি করতে হবে, যেখানে একসঙ্গে থাকবে পাখির ডাক, হাতুড়ি পেটানোর শব্দ, দরজা-জানলা ঝাপটানোর শব্দ। মিক্সচার-ট্রাউটনিয়াম এই কাজটা অনায়াসে করে দেবে। এই পদ্ধতিই উদ্ভাবন করে সাউন্ড মিক্সিংকে কয়েক যুগে এগিয়ে দিয়েছিলেন সালা।

আরও পড়ুন -  Soumya-Sudipta: সুদীপ্তা জন্মদিনেই সুখবর শোনালেন, বিয়ের সংবাদ

শব্দ নিয়ে সালার মনে রাখার মতো কাজ হল রোজমেরি (১৯৫৯) এবং দ্য বার্ডস (১৯৬২) ছবির মিউজিক এবং আবহ রচনা।