Raj Kundra: নতুন ছবিতে রাজ কুন্দ্রা, ‘UT নাম্বার 69’

Published By: Khabar India Online | Published On:

রাজ কুন্দ্রা (Raj Kundra) খবরের শিরোনামে আবার এলেন। এবার ফিল্মে অভিনয়ের জন্য। অবশ্যই পর্ণ ফিল্ম নয়।

তাঁর নিজের বায়োপিকের মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন রাজ। নেপথ্যে শিল্পা শেঠি (Shilpa Shetty) রয়েছেন।

আরও পড়ুন -  দ্বিতীয় সন্তানের নামকরণ করলেন করিনা, কি নাম দিলেন ?

রাজ অভিনীত ফিল্মের নাম ‘UT নাম্বার 69’। ফিল্মে রাজের জেলে থাকার সময়কালের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে। ইতিমধ্যেই নাকি আঠারো দিনের শুটিং হয়ে গিয়েছে। মুম্বইয়ের মীরা রোড ও আশপাশের অঞ্চলে হয়েছে শুটিং। এই ফিল্মের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন শিল্পা ও রাজ। রাজের ভাবমূর্তি পরিষ্কার করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখনও অবধি এই ফিল্মের প্রযোজক ও পরিচালকের নাম জানা যায়নি।