Paris Bar: বারে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪, প্যারিসে

Published By: Khabar India Online | Published On:

ফ্রান্সের রাজধানী প্যারিসের রুয়ে পপিনকোর্ট এলাকায় একটি বারে সোমবার রাতে বন্দুক হামলার অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছে।

স্থানীয় মেয়র ফ্রাঁসোয়া ভগলিনের এই তথ্য জানিয়েছে,স্পুটনিক নিউজ এজেন্সি কে।

আরও পড়ুন -  Urvashi Rautela: উর্বশী-র থাই দৃশ্যমান, ভাইরাল

উত্তর-পূর্ব প্যারিসের পুলিশ জানিয়েছে, সোমবার রাতে দুই ব্যক্তি একটি গাড়ি থেকে নামার পর বারের বারান্দায় বসে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। হামলাকারীদের একজনকে বারের কর্মচারীরা আটক করলেও, অন্যজন পালিয়ে যায়।

আরও পড়ুন -  France: ফ্রান্সে বিতর্কিত পেনশন বিল অনুমোদন, বিক্ষোভের মধ্যেই

হামলার শিকার একজনকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় এবং বাকি চারজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন এবং ক্ষতিগ্রস্তদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Weather Forecast: প্রকৃতির খেলা শুরু, তাপপ্রবাহের খেল শুরু জেলায়, জারি হল সতর্কতা