Janhvi-Sara: জাহ্নবী কাপুর নগ্ন হয়ে স্নান করেছিলেন, সারার সামনে !

Published By: Khabar India Online | Published On:

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) ও সারা আলি খান (Sara Ali Khan) একে অপরের সাথে সবসময় তুলনা করা হয়। নেটিজেনদের একাংশ প্রায়ই বলেন, জাহ্নবীর তুলনায় সারা বেশি স্টাইলিশ। কখনও বা শোনা যায়, সারার তুলনায় জাহ্নবী বেশি সুন্দরী। কিন্তু, একে অপরের যথেষ্ট ভালো বন্ধু।

 তাঁরা একসাথে ঘুরতেও যান। সম্প্রতি করণ জোহর (Karan Johar) সঞ্চালিত শো ‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজনে বিশেষ অতিথি হয়ে একসাথে এসেছিলেন তাঁরা। তাঁদের একটি ‘শকিং’ স্বীকারোক্তির ফলে সোফা থেকে পড়ে যাওয়ার যোগাড় হয়েছিল করণের।

আরও পড়ুন -  সইফের জন্মদিনের দিন, সারার সাথে খুদে নবাবের ছবি প্রকাশ্যে আনলেন করিনা !

বৃহস্পতিবার, 14 ই জুলাই ‘কফি উইথ করণ’-এর এই পর্বটি সম্প্রচারিত হয়েছে। ‘কফি বিঙ্গো’ রাউন্ডে সারা ও জাহ্নবীর হাতে দুটি আইপ‍্যাড দেওয়া হয়। সেখানে বেশ কয়েকটি অভিজ্ঞতার কথা লেখা ছিল। সেই অভিজ্ঞতাগুলিকে সারা ও জাহ্নবী তাঁদের জীবনে ঘটে যাওয়া ঘটনা বলে চিহ্নিত করেন। সেই সময় জাহ্নবী জানান, উত্তরাখন্ডে বেড়াতে গিয়ে তিনি নগ্ন হয়ে ঝর্ণার জলে স্নান করেছিলেন। তা শুনে তাঁর পাশে বসা সারা প্রথমে চমকে উঠলেও পরে বলেন, ঘটনাটি তাঁর মনে পড়েছে। করণের মনে একরাশ প্রশ্ন তুলে দিয়ে এরপর আর কেউই এই বিষয়ে মুখ খোলেননি।

আরও পড়ুন -  খুব শীঘ্রই আসছে "দ্রৌপদী দ্যা হরর নাইট"

 কেদারনাথ বেড়াতে গিয়ে তাঁরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বলে জানালেন জাহ্নবী ও সারা। জাহ্নবী জানান, তাঁরা ট্রেক করছিলেন। হাঁটার জন্য একটি সাধারণ রাস্তা থাকলেও তাঁরা ট্রেকিং-এর জন্য পাহাড়ের নড়বড়ে ঢালু রাস্তাকে বেছে নিয়েছিলেন। তবে সারা তাঁকে বারণ করছিলেন। কিন্তু জাহ্নবী তাঁর কথা শোনেননি।

আরও পড়ুন -  দেশে ৩ কোটির বেশি কোভিডের জন্য নমুনা পরীক্ষা হয়েছে