ব্লাউজের সাতকাহন

Published By: Khabar India Online | Published On:

 ফ্যাশনে বেশ জরুরি হয়ে পড়েছে ব্লাউজ। বাঙালি মেয়েদের সবকিছুতে রয়েছে ট্রেডিশনাল ছোঁয়া। এই সময়ে শাড়িকে ছাড়িয়ে গেছে নতুন নতুন কাট, নতুন নতুন নকশার ব্লাউজ। এই ডিজাইন গুলো পুরনো দিনের ফ্যাশনকে পুরোপুরি বাদ না দিয়ে, বানানো যেতে পারে। যাতে আভিজাত্য ও আধুনিকতা দু’য়ের ছোঁয়া বজায় থাকবে।

শাড়ি এবং ব্লাউজ সবসময় একটি আরেকটির পরিপূরক হিসেবে কাজ করে। হাল ফ্যাশনের এই সময় শাড়ির থেকে বেশি ভাবায় বিভিন্ন নকশার ব্লাউজ নিয়ে। আগেই বিদায় হয়েছে শাড়ির সঙ্গে মিলিয়ে ব্লাউজ পরার ধারা।

আরও পড়ুন -  "বৃষ্টির ধারায় তোমার মনের আবদ্ধতা"

পরিবর্তন এসেছে শাড়ি–ব্লাউজ পরার ভাবনাতেও। এখন শাড়ির সঙ্গে পরা যায় বেলুন কাট, ইউ কাট, ক্রপটপ, শার্ট, টি-শার্ট ডিজাইনে ব্লাউজ সহ আরো অনেক কিছু। সমান তালে এগিয়ে এখন ব্লাউজও, শুধু নজর দিতে হবে ব্লাউজের কাট-ছাঁটে।

আরও পড়ুন -  Mayor Firhad Hakim: কলকাতা পুরসভার নতুন মেয়র হলেন ফিরহাদ হাকিম, গুরুদায়িত্ব পেলেন অতীন ঘোষ এবং মালা রায়

 আরামের বেলায় বাঙালি নারীরা এক বিন্দুও ছাড় দিতে রাজি না। যেকোনো ধরনের পোশাকের ক্ষেত্রে সবার আগে এগিয়ে রাখবে আরামকে। এ বেলাতে কাপড়ের সঙ্গে গুরুত্ব দিতে হবে ব্লাউজের কাটকে।

ডিজাইনারদের মৌলিক ও ফিউশনের চিন্তা ভাবনায় নতুন মাত্র যোগ হয়েছে নারীদের পরিধেয় ব্লাউজে। তাই শুধু রং মিলিয়ে ব্লাউজ না পরেও আনা যায় নতুনত্ব। এখন বেশ গুরুত্ব পাচ্ছে ব্লাউজে হাতার ডিজাইনে। এর মধ্যে রয়েছে প্রজাপতি, বিশপ, বেলহাতা ইত্যাদি। এসব হাতার জন্য কাপড়ের ক্ষেত্রে রয়েছে নেট, মসলিন ও টিস্যু কাপড় সহ আরো অনেক কাপড়।
হাতাকাটা, অফ শোল্ডার, হল্টার নেক, ব্যাক লেস ব্লাউজ খুব সহজে ঝামেলা ছাড়া বানানো যাবে সাধারণ সুতি কাপড় দিয়ে।

আরও পড়ুন -  সব খেলার সেরা বাঙালির ফুটবল