Prosenjit-Arpita: অর্পিতার কেরিয়ার থমকে গিয়েছিল প্রসেনজিৎকে বিয়ে করে, কেন ?

Published By: Khabar India Online | Published On:

 প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)কে অর্পিতা (Arpita Chatterjee) যখন বিয়ে করেন, সেই সময় তাঁর নিজের কেরিয়ার যথেষ্ট সফল ছিল।

অথচ অর্পিতা বিয়ের পর ব্যক্তিগত কারণে বহুদিন ফিল্মে অভিনয় থেকে সরে ছিলেন। সেদিন তাঁর অনুরোধে রচনা ব্যানার্জী (Rachana Banerjee) ওই ফিল্মগুলিতে অভিনয় করেছিলেন। প্রায় প্রত্যেকটি ফিল্ম ছিল সুপারহিট। বহু বছর পর আবারও অন্তরাল থেকে বেরিয়ে এসেছেন অর্পিতা। বর্তমানে নিজেকে শুধুমাত্র ‘অর্পিতা’ নামে পরিচয় দিতেই স্বচ্ছন্দ্যবোধ করেন।

আরও পড়ুন -  Prosenjit-Rana: প্রসেনজিৎ-এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন, প্রযোজক রাণা সরকার (Rana Sarkar)!

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ইন্ডিয়া টুডে’ আয়োজিত ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট’-এর পঞ্চম এডিশন। এই অনুষ্ঠানটি ছিল জুলাই মাসের 4 ও 5 তারিখ। কনক্লেভের দ্বিতীয় দিনে বিশেষ অতিথির আসনে ছিলেন অর্পিতা। সঞ্চালক ‘অর্পিতা চ্যাটার্জি’ বলে সম্বোধন করলে অর্পিতা হেসে তাঁকে বলেন, তাঁকে শুধুই ‘অর্পিতা’ বলতে। না বলে অনেক কিছুই বলে দিলেন অর্পিতা। অর্পিতা জানালেন, তাঁর পেশাগত জীবনকে তিনি তিনটে পর্যায়ে ভাগ করেছেন।