Forest Week: রাজ্য জুড়ে অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, মালবাজারঃ   রাজ্য জুড়ে অরন্য সপ্তাহ পালিত হচ্ছে।

বনদপ্তর থেকে শুরু করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি চলছে। এই উপলক্ষে শনিবার মালবাজার শহর জুরে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলো পরিবেশ প্রেমী সংস্থা মাউন্টেন ট্র‍্যাকার ফাউন্ডেশন। এই কাজে সহযোগিতা করে ওয়েষ্ট্রান ডুয়ার্স প্রেস ক্লাব। এদিন পরিবেশ প্রেমী সংস্থার পক্ষ থেকে শহরের ১৫ জন পৌর কাউন্সিলরের হাতে ৫টি করে চারাগাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি শহরের বিভিন্ন স্কুলে ও ফাঁকা জায়গায় চারা গাছ লাগানো হয়।

আরও পড়ুন -  Hot Videos: দেশি ভাবী স্লিভলেস ব্লাউজ পরা হট ভিডিও শেয়ার করেছেন, বাচ্চাদের সামনে ভুলেও দেখবেন না

সংস্থার পক্ষ থেকে স্বরূপ মিত্র বলেন, বিশ্ব উষ্মায়ন রুখতে বৃক্ষ রোপণ একমাত্র হাতিয়ার। তাই অরন্য সপ্তাহ উপলক্ষে আমরা গতকাল সিজার স্কুলে চারাগাছ লাগিয়ে ছিলাম। আজ শহরের ১৫ জন কাউন্সিলর সহ বিভিন্ন মানুষের  হাতে চারাগাছ তুলে দিয়েছি। সবাই যাতে নিজের বাড়িতে ও আসেপাশে গাছ লাগিয়ে তার পরিচর্চা করতে পারবে।

আরও পড়ুন -  দিল্লি থেকে কোথায় যাচ্ছে নতুন বন্দে ভারত ট্রেন? রুট সহ সব জানুন

এদিন মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহার হাতেও চারাগাছ তুলে সংস্থার সম্পাদক দেবাংশু শীল। চেয়ারম্যান শ্রী সাহা বলেন, শহরের বাসিন্দাদের অনুরোধ করবো সবাই যাতে নিজের বাড়িতে একটি দুটি গাছ লাগায়। এতে পরিবেশ ভালো থাকবে।

আরও পড়ুন -  Indonesia Earthquake: নিহতের সংখ্যা বেড়ে ২৫২, ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে