Neetu Chandra: টাকার বিনিময়ে নীতুকে এই প্রস্তাব দিয়েছিলেন নামী এক ব্যবসায়ী

Published By: Khabar India Online | Published On:

সম্প্রতি সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পূর্ণ হয়েছে। শোনা গিয়েছে, একসময় হাতে কাজ না থাকায় মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন সুশান্ত।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী নীতু চন্দ্রা (Neetu Chandra) জানালেন, তিনিও একসময় আত্মহত্যার কথা ভেবেছিলেন।

আরও পড়ুন -  নুনিবুড়ি ঘাটে শ্রাদ্ধকাজ করতে গিয়ে তলিয়ে মৃত এক

নীতু ‘গরম মশালা’, ‘ট্র্যাফিক সিগন্যাল’, ‘ওয়ান টু থ্রি’, ‘অ্যাপার্টমেন্ট 13 বি’-র মতো ফিল্মে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। অভিনয় করেছেন হলিউডের ফিল্ম ‘নেভার ব্যাক ডাউন : রিভোল্ট’-এও। কিন্তু একজন সফল অভিনেত্রী হওয়া সত্ত্বেও বর্তমানে তাঁর হাতে কাজ নেই। ওটিটির যুগেও কর্মহীন নীতু। ফলে তাঁর জীবনে রয়েছে আর্থিক সমস্যাও। সাম্প্রতিক সাক্ষাৎকারে নীতু জানিয়েছেন, এক নামী শিল্পপতি তাঁকে মাস মাইনের বিনিময়ে তাঁর স্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।