স্মৃতির দর্পণের ডার্বি ম্যাচ

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ  স্মৃতির দর্পণের ডার্বি ম্যাচ।

আজ থেকে ২৫ বছর আগের ডার্বি ম্যাচ। দিনটা ১৩ জুলাই। যুব ভারতী ক্রীড়াঙ্গন। ১ লক্ষ ৩১ হাজার দর্শক।  উত্তেজনায় টগবগ করে ফুটছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ফুটবলাররা লড়াইয়ে তৈরি। এদিকে লাল হলুদ শিবিরের কোচ প্রদীপ ব্যানার্জির ভোকাল টনিক আর অন্যদিকে সবুজ শিবিরে কোচ অমল দত্তের ডায়মন্ড সিস্টেম। খেলা শুরু হতেই গগন ভেদী চিৎকার। ইস্টবেঙ্গলের আক্রমণের কাছে ভেঙে পড়ল মোহনবাগানের রক্ষণভাগ। ইস্টবেঙ্গল ৪-১গোলে মোহনবাগানকে হারিয়ে বাজিমাত। বাইচুং ভুটিয়ার হ্যাটট্রিক। সারা কলকাতা আনন্দে উদ্বেল। সেই ইতিহাস আজও কথা বলে।

আরও পড়ুন -  Sex Worker: 'বেশ্যাদ্বারের মাটি' দেবেন না সোনাগাছির যৌনকর্মীরা, প্রধান উৎসব দুর্গাপূজায়

সৌজন্যে।