Roshni Tanwi: রোশনি বিমানসেবিকা নয়, নায়িকা হবেন

Published By: Khabar India Online | Published On:

 রাজ চক্রবর্তী (Raj Chakraborty) নির্মিত ‘নায়িকা’ সিরিয়ালের নায়িকা রোহিণী (Rohini) সিরিয়ালের পর উধাও হয়ে গিয়েছেন ইন্ডাস্ট্রি থেকে।

বর্তমানে তিনি এয়ার হোস্টেসের পেশায় রয়েছেন। এয়ার হোস্টেস হতে চেয়েছিলেন রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharya)। তাঁকে আবারও ফিরে আসতে হল লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে।

আরও পড়ুন -  প্রতিরক্ষা মন্ত্রী বিদ্যুৎ, তেল ও গ্যাস অনুসন্ধানমূলক প্রকল্পগুলির এনওসি-র জন্য অনলাইন পোর্টালের সূচনা করলেন

 এয়ার হোস্টেসের প্রশিক্ষণ নিতে দিল্লিতে গিয়েছিলেন রোশনি। প্রথম সারির উড়ান সংস্থার সাথে তাঁর যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও, মঙ্গলবার তাঁকে দেখা গেলে স্টুডিওপাড়ায়। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ‘মন ফাগুন’-এর নতুন প্রোমো। তাতে অতিথি শিল্পী হিসাবে দেখা যাচ্ছে রোশনিকে। রোশনির মতে, একটাই জীবন হলেও শখ নানারকম। তার মধ্যে অন্যতম ছিল এয়ার হোস্টেস হওয়ার শখ। সেই শখ পূরণ করতে দিল্লির প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিয়েছিলেন। অনেক লড়াই করে ইন্ডাস্ট্রিতে পায়ের তলার জমি শক্ত করেছিলেন রোশনি। ফলে দেড় মাস পরেই আর ভালো লাগছিল না দিল্লিতে।