Bollywood: টাইগার-রশ্মিকা, নতুন জুটি বলিউডে

Published By: Khabar India Online | Published On:

টলিউড থেকে বলিউড সব ক্ষেত্রেই একের পর এক নতুন নতুন জুটির সন্ধান পাওয়া যাচ্ছে বিভিন্ন পরিচালক ও প্রযোজনা সংস্থার হাত ধরে।

দক্ষিণী তারকা দেশের ক্রাশ রশ্মিকা মান্দানা এবং বলিউডের অ্যকশন এবং ড্যান্স হিরো টাইগার শ্রফ জুটি। এই প্রথমবার টাইগারের সাথে রশ্মিকা মান্দানা জুটি হতে চলেছেন।

আরও পড়ুন -  Dealers Protest: খাদ্য ও সরবরাহ অফিসে ডিলারদের বিক্ষোভ

 এই নতুন জুটি আসতে চলেছে করন জহর এর ধর্মা প্রোডকাশনের প্রযোজনায় এবং শশাঙ্ক খৈতানের পরিচালনায়।

রশ্মিকা কে নিয়ে সবসময়ই একটা জল্পনা, আলোচনা চলতে থাকে। ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন৷ তার নাম শুনলেই ভক্তদের মধ্যে উন্মাদনা।

আরও পড়ুন -  তৃণমূল যুবনেত্রীর শহীদ স্মরণে ভার্চুয়াল বার্তা, ২১শে জুলাই ভার্চুয়ালি শহীদ দিবস পালন

টাইগার শ্রফকে নিয়েও তার ভক্তদের মধ্যে সবসময় একটা উত্তেজনা। বিশেষ করে তার সুঠাম দেহ এবং ড্যান্স এর জন্য।

সম্প্রতি ‘পুষ্পা’ ছবি তে আল্লুর বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। পাশাপাশি ‘শ্রিবল্লী’ নামেও একরকম পরিচিত হয়েছেন।

আরও পড়ুন -  অকালবোধন

জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি ছবির আনুষ্ঠানিক ঘোষণা হবে। তবে শ্যুটিং শুরুর আগেই প্রস্তুতির কাজ শুরু করে ফেলেছেন টাইগার। চলতি বছরের সেপ্টেম্বরেই নতুন জুটির কাজ শুরু হওয়ার কথা।